• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২৪, ১৩:০১
কেন্দ্রীয় কারাগার
ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাসমত আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসমত আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কারারক্ষী আবুল কালাম বলেন, সকালের দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসমত আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তবে কি মামলার আসামি ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তাপমাত্রা কমাতে ঢাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা খুঁজতে হবে’
৬০ বছরেও ডিপিডিসিতে চাকরি, আছে গাড়ির সুবিধা
ফের ৪০ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা
ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা 
X
Fresh