• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিটিএসের টানে ঘর ছাড়া ৩ কিশোরী উদ্ধার

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৮
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে ঘর ছাড়া রাজধানীর তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় তাদেরকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

ওই কিশোরীরা হলেন- ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিজওয়ানা রিজু, জান্নাতুল আক্তার বর্ষা ও রুবিনা আক্তার মিম।

জানা গেছে, রাজধানীর মেরাদিয়ার ওই ৩ কিশোরী বাসা থেকে পালানোর ৩ দিন আগে সিদ্ধান্ত নেয়, নিজেরা গার্মেন্টসে চাকরি করে টাকা জমাবে। সেই টাকা দিয়ে কোরিয়া গিয়ে বিটিএস সদস্যদের বিয়ে করবে। তাদের কাছ থেকে বিটিএস সাদৃশ্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদেরকে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২৯ জানুয়ারি দুপুর থেকে তারা ঘর ছেড়ে চলে যায়। এরপর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া ৩ কিশোরীর পরিবার। তাদের মধ্যে একজন একটি চিঠি লিখে যায়। তাতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে সিটিটিসির চার্জশিট
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
রাজধানীতে বাসচাপায় নারী নিহত
X
Fresh