• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

রিমান্ড নয় ২ মার্কিনিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ২০:১৭
পুলিশ
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে রিমান্ড দেয়নি আদালত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডে নিতে চাইলে আদালত তা নাকচ করে দেয়।

শনিবার (২৭ জানুয়ারি) তাদের আদালতে হাজির করলে এ নির্দেশ দেন বিচারক। এ সময় এজলাসে ছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। তিনি উভয়পক্ষের শুনানি শেষে তাদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আসামিরা হলেন, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)।

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার (২৬ জানুয়ারি) বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) হাতে ১ লাখ মার্কিন ডলারসহ আটক হন তারা। এ দুজনের কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তাদের কাছে এসব ডলার বহনের কোনো অনুমতি ছিল না। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি আইনানুগ ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের কাস্টমসের কাছে হস্তান্তর করে।

পরে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা
ভিক্ষাবৃত্তির জন্য শিশু নোমানের আঙুল পুড়িয়ে দেওয়া হয়
পুলিশের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ১
পুলিশের ভয়ে ৬ রাজ্যে পালিয়ে শেষ রক্ষা হয়নি অভিনেতার
X
Fresh