• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

অনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৪
মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারের ১৩টি ইউনিট। এগুলো তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

হতাহতের তথ্য ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলক্ষেতে খাবার হোটেলে আগুন
আরটিভি নির্ভীক সম্মাননা পেলেন ৬ অগ্নিসেনা
রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সুন্দরবনের গহিনে আগুন, নিয়ন্ত্রণে চেষ্টা চলছে 
X
Fresh