• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

শান্তিপূর্ণ ভোটের জন্য জনগণকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ২২:২৪
শান্তিপূর্ণ ভোটের জন্য জনগণকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন
ফাইল ছবি

শান্তিপূর্ণ ভোটের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।

রোববার (৭ জানুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি-জামায়াত কর্তৃক ভোটকে বাধা দেওয়ার সব অপচেষ্টা সত্ত্বেও সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নভাবে ভোট দিয়েছে। অত্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে ভোট অত্যন্ত সুষ্ঠু ও চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‘সারাদেশ থেকেও এখন পর্যন্ত কোনো বড় সন্ত্রাসী কর্মকাণ্ড, গোলযোগ বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বিদেশি পর্যবেক্ষকরাও বলেছেন, ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক ছিল এবং কাউকে ভোট দিতে জোর করা হয়নি। বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এ জন্য জনগণকে অভিনন্দন জানাচ্ছি। তারা দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন। দেশের সাফল্যের তালিকায় এটি একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ
শান্তিপূর্ণ ভোট হলেও আটকে গেছে ফল
নির্বাচনের মনোনয়ন নিতে পারলেন না বঙ্গবন্ধু পরিষদের সভাপতি
X
Fresh