• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের মনোনয়ন নিতে পারলেন না বঙ্গবন্ধু পরিষদের সভাপতি

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬
নির্বাচনের মনোনয়ন নিতে পারলেন না বঙ্গবন্ধু পরিষদের সভাপতি
ছবি : আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম নিতে পারেননি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. কাজী ওমর সিদ্দিকী।

নির্দিষ্ট সময়ে না আসায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন তাকে মনোনয়ন ফরম দেননি। তবে কাজী ওমর সিদ্দিকী বলছেন, ‘এটা কোনোভাবেই শিক্ষক সুলভ আচরণ নয়।’

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী নির্ধারিত সময়ের আগে প্রধান নির্বাচন কমিশনারকে ১৫টি ফরম কিনবেন বলে ফোন দিয়ে জানান।

সে সময় প্রধান নির্বাচন কমিশনার তাকে এসে মনোয়ন ফরম সংগ্রহ করার জন্য অথবা প্রতিনিধি পাঠাতে বলেন। ড. কাজী ওমর সিদ্দিকী যখন মনোনয়ন ফরম নিতে আসেন তখন তাকে সময় পার গিয়েছে বলে অবগত করা হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি মনোনয়ন ফরম কিনতে গিয়েছি। সেখানে একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ শিক্ষক সুলভ হয়নি। আমার ঘড়িতে তখন ৩টা ৩১ মিনিট বেজেছিল। রুমে ঢোকার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে আমার এক দুই মিনিট সময় ব্যয় হয়েছে।’

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নির্বাচন কমিশনারদের ঘড়ির সময় অনুযায়ী তিনি ৩টা ৩৩ মিনিটে মনোনয়ন ফরম নিতে আসেন। মনোনয়ন ফরম বিক্রির শেষ সময় ছিল ৩টা ৩০ মিনিট। তাই আমরা উনার কাছে মনোনয়ন ফরম বিক্রি করতে পারিনি।’

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh