• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

স্বতন্ত্র প্রার্থী জয়ী শুনে কমিশনারের কার্যালয়ে নৌকা প্রার্থী

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ১০:১২
হারুনর রশীদ (মুন্না)
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লাকে বিজয়ী ঘোষণা করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। এ খবর শুনতেই রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাজির নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)।

ভোট গণনায় ভুলের অভিযোগ এনে তিনি বলেন, টিভিসহ সব জায়গায় চলে এসেছে আমি জিতলাম, এখন দেখি হারলাম!

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের পর হারুনর রশীদ (মুন্না) বলেন, কেন্দ্রে আমার যারা এজেন্ট ছিল, তারা রেজাল্ট শিট নিয়ে এসেছিল। রেজাল্ট শিট আমরা মিলিয়ে দেখেছি, আমরা ৬১৩ ভোটে এগিয়ে।

এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী, আমি বিজয়ী হয়েছি। আমার দল আওয়ামী লীগ এটা দেখবে। ভোট কারচুপি হয়নি, তবে গণনায় ভুল হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ভুল করেছে। আমি ৬১৩ ভোটে জিতেছি। কিন্তু ২৯৭ ভোটে হার দেখানো হয়েছে। ১৮৭টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।'

রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে ট্রাইব্যুনালে আপিল করার পরামর্শ দিয়েছেন জানিয়ে নৌকার এ প্রার্থী বলেন, 'আমি অবশ্যই আপিল করব।’

এ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘আমরা ইসিকে এ বিষয়ে জানিয়েছি। আজ প্রয়োজনীয় কাগজ নিয়ে ইসিতে যাব।’

এর আগে, রোববার (৭ জানুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি ভোট। অর্থাৎ, ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লার কাছে ২৯৭ ভোটে হেরে যান নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ (মুন্না)। আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কামরুল হাসান পেয়েছেন ১০ হাজার ৫৭০ ভোট।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরের ২ উপজেলায় ভোটগ্রহণ বুধবার, প্রচার-প্রচারণা শেষ 
ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশাল নিয়োগ
গাজীপুরে তিন উপজেলায় ১৫৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
X
Fresh