• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে: প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ২০:১৭
There is a problem in distributing relief in remote areas: State Minister
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান (ফাইল ছবি)

বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ চলছে। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কিছু এলাকায় ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। ত্রাণ বিতরণ কার্যক্রমে দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দী বেশিরভাগ মানুষ ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আশ্রয়কেন্দ্র ও উঁচু সড়কে। এসব মানুষ বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের সংকটে আছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গত এলাকার মানুষদের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে, কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থার কারণে, ত্রাণ বিতরণে কিছুটা সমস্যা হচ্ছে।

শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়ায় জরুরিভাবে বন্যাদুর্গত এলাকায় শিশুখাদ্য ও নগদ টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভবিষৎতে বন্যা মোকাবেলায় নদী রক্ষা বাঁধের আধুনিকায়ন করার পরিকল্পনার কথাও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
পি

মন্তব্য করুন

daraz
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ বিনোদন পাচ্ছে, পেতে থাকুক, সমস্যা কী?’
যে সুপারফুডে সুস্থ থাকবে হার্ট, কমবে থাইরয়েড সমস্যা
কিশমিশ বেশি খেলে হতে পারে যেসব সমস্যা
মানসিক সমস্যায় আছেন মিস ইউএসএ, ফিরিয়ে দিলেন মুকুট
X
Fresh