• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাঁকড়ার পোনা সংগ্রহে হুমকিতে সুন্দরবন

আরটিভি অনলাইন রিপোর্ট, খুলনা

  ০৪ অক্টোবর ২০১৭, ২০:১৮

সুন্দরবনে অধিক মুনাফার লোভে কাঁকড়ার পোনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। তবে বিশ্লেষকরা বলছেন, পোনা সংগ্রহ বাড়তে থাকলে হুমকির মুখে পড়তে পারে সুন্দরবনের জীববৈচিত্র্য।

এ অবস্থায় জীববৈচিত্র্য রক্ষায় হ্যাচারি থেকে কাঁকড়ার পোনা সংগ্রহের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে সম্ভাবনাময় কাঁকড়া চাষে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করছেন চাষিরা।

বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৪০০টি নদী ও খাল।

এসব নদী ও খালে মাছের পাশাপাশি কাঁকড়ার আবাসস্থল রয়েছে। ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত বনজীবীরা সুন্দরবন থেকে কাঁকড়ার পোনা সংগ্রহ করেন।

আর এই পোনা খুলনার বিভিন্ন এলাকায় চাষের মাধ্যমে বড় করে রপ্তানীর উপযোগী করে তোলেন চাষিরা।

কিন্তু কাঁকড়ার এ আহরণকে পরিবেশের জন্য হুমকি বলছেন পরিবেশবিদরা।

আর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সুন্দরবন থেকে কাঁকড়ার আহরণ বাড়লে জীববৈচিত্র্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার জানান, কাঁকড়ার পোনা সংগ্রহে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

সেইসঙ্গে হ্যাচারিতে উৎপাদনের মাধ্যমে কাঁকড়ার রপ্তানি বাড়াতে হবে।

এদিকে চাষীরা জানিয়েছেন, দেশে ও বিদেশে কাঁকড়ার চাহিদা থাকায় সরকারের সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
সুন্দরবনে আজ থেকে মধু আহরণ শুরু
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh