• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

করোনাকালে ভার্চ্যুয়াল শুনানিতে ৬৯৮ শিশুর জামিন

আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২০, ১৪:৪২
698 children granted bail in virtual hearing
ফাইল ছবি

করোনাকালে ভার্চ্যুয়াল শুনানি গ্রহণ করে ৪৫ কার্যদিবসে ৬৯৮ জন শিশুকে জামিন দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান, ১১ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে ভার্চ্যুয়াল শুনানিতে জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯৮। এর মধ্যে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে ৬৮৫ জনকে। বর্তমানে ৩টি কেন্দ্রে অবস্থান করছে ৮৪০ জন শিশু। ১২ মে ১৬ জুলাই পর্যন্ত কেন্দ্রে নতুন এসেছে ৪০৩ জন।

গত ৯ মে ভার্চ্যুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করে সরকার। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিনই নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়।
পি


মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পেলেন ড. ইউনূস
ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেননি আদালত
X
Fresh