• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোববার থেকে নিয়মিত বসবে ভার্চুয়াল আপিল বেঞ্চ

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১৬:১৬
The Virtual Appeal Bench will sit regularly from Sunday
ফাইল ছবি

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আগামী ১৯ জুলাই (রোববার) থেকে সপ্তাহে পাঁচদিনই বসবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার (১৪ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ কার্যদিবসই বসবে আপিল বিভাগ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপিল বেঞ্চে বিচার কাজ চলবে।

উল্লেখ্য, গত রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল সপ্তাহে দুই দিন বসবে আপিল বেঞ্চ।

গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টে ছুটি শুরু হয়। এরপর করোনার কারণে ২৬ মার্চ থেকে সারাদেশের সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এ কারণে বিগত চার মাস ধরে বন্ধ ছিল আপিল বিভাগের বিচার কাজ। ১১ মে থেকে ভার্চুয়ালি অধস্তন আদালতসহ হাইকোর্টের কয়েকটি বেঞ্চে জরুরি মামলার শুনানি শুরু হয়। এরপর চেম্বার আদালতে বিচার শুরু হয়। সবশেষ আপিল বিভাগের দরজাও খুলে গেলো।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ
X
Fresh