• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ১৪:৩২
Latifur Rahman
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজেউন)। কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে আজ বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ট্রান্সকম গ্রুপের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী শাহনাজ রহমান এবং এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে কুমিল্লার চৌদ্দগ্রামের তার নিজ বাড়িতে ১৪ ফেব্রুয়ারি থেকে অবস্থান করছিলেন।

১৯৪৫ সালে ২৮ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া ব্যবসায়ী লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপের কর্ণধার। এই গ্রুপ ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা শিল্প, বিমা ইত্যাদি ব্যবসায়ের সঙ্গে জড়িত। ট্রান্সকম গ্রুপ যার উৎপত্তি হয়েছিল চা চাষের মাধ্যমে, এখন বাংলাদেশের অন্যতম একটি বড় করপোরেট প্রতিষ্ঠান, যার রয়েছে ১৬টি কোম্পানি। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এ গ্রুপ।

এছাড়াও লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ এবং এনজিও ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালক। এছাড়া তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি।

তার ব্যক্তিগত সহকারী জানান, আজ বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
X
Fresh