• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ১৯:৪৪
road, bus, corona,
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তা প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ রোববার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, করোনার এই মহাসংকটের সময় সরকার পরিবহন মালিকদের ফাঁদে পা দিয়ে নিয়ে অসহায় জনগণের ওপর বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দিচ্ছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে এবং ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরও উসকে দেয়া হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, এবিষয়ে যাত্রীসাধারণকে মালিকদের সাথে দরকষাকষির সুযোগ থাকা দরকার ছিল। কিন্তু সেই সুযোগ না দিয়ে ভুয়া এবং অযৌক্তিক হিসাব দেখিয়ে ভাড়া বৃদ্ধি অসহায় জনগণের ওপর জুলুমের সামিল। তাই যাত্রীসাধারণ এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না।

এজন্য বর্ধিত এই বাসভাড়া প্রত্যাখ্যান করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি করছে যাত্রী কল্যাণ সমিতি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh