• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশি দেশে ফিরলেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১৮:৩৭
কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশি দেশে ফিরলেন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস (ফাইল ছবি)

ভারতের কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (১ মে) বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-ঢাকা একটি বিশেষ ফ্লাইটে ৭৩ জন বাংলাদেশি বিকেল ৪টা ১০ মিনিটে শাহজালালে অবতরণ করেন। ধাপে ধাপে বিমানে আরও কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে ভারতে আটকেপড়াদের আনতে।

প্রসঙ্গত, করোনার কারণে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে লকডাউন শুরু হয়। এরপর বন্ধ হয়ে যায় আকাশপথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের আন্তরিকতায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
টস হেরে ব্যাটিংয়ে কলকাতা
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh