DMCA.com Protection Status
  • ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

শবে বরাত কবে সিদ্ধান্ত হয়নি আজও : কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ এপ্রিল ২০১৯, ১৪:৫৩
শাবানের চাঁদ দেখা নিয়ে সৃষ্ট জটিলতা আজও নিরসন হয়নি। এ বিষয়ে কোনও সিদ্ধান্তে আজ আসতে পারেনি চাঁদ দেখা কমিটি। তবে এ বিষয়ে শরীয়ত সম্মত সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে এ কমিটি।

আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

তিনি জানান, মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল মালেককে প্রধান করে গঠিত এ কমিটি শরীয়ত সম্মত সিদ্ধান্ত নিয়ে জানাবে।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিলো, ওই দিন চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে মসলিমু রুইয়াতিল হিলাল নামে একটি সংগঠনের দাবি সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠকের পর কমিটি গঠন করা হলো।

আরসি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়