• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি : আরটিভি

পবিত্র শবেবরাত উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

তিনি আরও জানান, রোববার পবিত্র শবেবরাতের নামাজ হওয়ায় সোমবার সকাল থেকে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পরদিন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ ভূঁইয়া জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
X
Fresh