• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৯, ২৩:১৬
ছবি-সংগৃহীত

দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বঙ্গভবন চত্বরে আয়োজিত এ সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বঙ্গভবন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও উপস্থিত ছিলেন।

প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও এ সংবর্ধনায় যোগ দেন। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, জাতীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জ্যেষ্ঠ রাজনীতিক, সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় যোগদান করেন।

অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।

রাষ্ট্রপতির বাসভবনের উত্তরপাশের সবুজ চত্বরে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা
X
Fresh