• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নতুন মন্ত্রিসভায় শেখ হাসিনাসহ চার নারী

অনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ (রোববার) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।

এবারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে প্রধানমন্ত্রীসহ ২৫জন পূর্ণমন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী ও ৩জন উপমন্ত্রী নিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন সোমবার।

ঘোষিত তালিকায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী বাদে এরমধ্যে রয়েছেন একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী।

মন্ত্রিসভায় স্থান পাওয়া অন্য নারীরা হলেন- ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার।

তাদের মধ্যে ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নবম সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেগম মন্নুজান সুফিয়ান এবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

বেগম হাবিবুন নাহার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের।

একাদশ সংসদ নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বার মতো ক্ষমতায় এসে অনেক নতুন মুখ নিয়ে নতুন সূচনা হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার।

বিদায়ী সরকারে থাকা হেভিওয়েট মন্ত্রীদের অধিকাংশেরই জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়।

বিদায়ী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বেগম মেহের আফরোজ চুমকি ও তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি-রপ্তানিতে নতুন আইন
অনুমোদন পেল ৩৪৩৪ কোটি টাকার ১৪ প্রস্তাব
১০ হাজার টন চিনি কিনবে সরকার
যে কারণে ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
X
Fresh