• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যৌন হয়রানি রোধে নতুন আইনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখার সুপারিশ 

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ২০:৩৮
যৌন, হয়রানি, রোধে, নতুন, আইনের, প্রয়োজনীয়তা, খতিয়ে, দেখার, সুপারিশ,  
ফাইল ছবি

যৌন হয়রানি প্রতিরোধে দেশে প্রচলিত আইনের পাশাপাশি নতুন কোনো আইনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (৫ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। আজ সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে হাইকোর্ট যৌন হয়রানি বন্ধে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন এবং এসব নির্দেশনা বাস্তবায়নে নতুন কোনো আইন প্রয়োজন আছে কি না, তা নিয়ে কমিটিতে আলোচনা হয়। এই বৈঠকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিপিএডি) সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়। কমিটি যৌন হয়রানি প্রতিরোধে অধিকতর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করতে বিএপিপিডিকে পরামর্শ দেয়।

কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, শামসুল হক, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সংসদ সদস্য আব্দুস শহীদ, আ স ম ফিরোজ, আ ফ ম রুহুল হক, হাবিবে মিল্লাত, শিরিন আক্তার, নাহিদ ইজাহার খান, আদিবা আনজুম, উম্মে ফাতেমা নাজমা বেগম, শামীমা আক্তার খানম।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবান্ধব সরকারের আইনবান্ধব প্রশাসন, মৎস্যজীবীদের ক্ষতি ৬৬ লাখ টাকা!
সোশ্যাল মিডিয়ায় যুগলের ‘সুখি ছবি’, যা বলছে ‘পরকীয়া’ আইন
আইনশৃঙ্খলা রক্ষায় এপ্রিল মাসে ডিএমপির শ্রেষ্ঠ যারা
আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
X
Fresh