• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন প্রত্যাহার

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২১, ১৮:৩১
সিরাজুল, ইসলামের, বিরুদ্ধে, মামলার, আবেদন, প্রত্যাহার,
ফাইল ছবি

তথ্যগত ভুল থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করেছে বাদীপক্ষ। রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালত বাদীর আবেদন মঞ্জুর করেন।

মামলার অপর আসামিরা হলেন- লেখক নেছার আহমেদ ও সাহিত্যিক রাশেদ রউফ।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, কিছু তথ্যগত ভুল থাকায় মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

গত মঙ্গলবার (১৯ অক্টোবর) একই আদালতে মামলাটির আবেদন করেন নাজিম উদ্দীন সুজন।

মামলার অভিযোগে বলা হয়, ‘জাতির পিতা’ নামে বইতে সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুকে কটূক্তি করেন। বইটি চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিত। এতে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বাক্য ও শব্দ ব্যবহার করায় মামলার আবেদন করা হয়।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
ইমরানের তোশাখানা মামলার নতুন করে তদন্ত
X
Fresh