• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মেট্রোরেলের আরও দুটি সেট দেশে পৌঁছেছে

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১৭:৩৫
মেট্রোরেলের আরও দুটি সেট

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও থেমে নেই স্বপ্নের মেট্রোরেলের কাজের গতি। ইতোমধ্যে মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ ট্রেন সেট দেশে পৌঁছেছে। ট্রেনের সেটগুলো মোংলা বন্দর থেকে ঢাকায় আসার অপেক্ষায় আছে।

শনিবার (২৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে জানানো হয়েছে, মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ মেট্রো ট্রেন সেট ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর হতে জাহাজযোগে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০ জুলাই মোংলা বন্দরে এসে পৌঁছায় জাহাজটি। ওই দিনই উভয় মেট্রো ট্রেন সেট মোংলা বন্দরে নামানো সম্পন্ন হয়।

শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে বার্জ যোগে মেট্রো ট্রেন সেট দুটি নদী পথে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরাস্থ ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, মেট্রেরেলের দুটি সেট ঢাকায় নিয়ে এসে পরীক্ষার পর সংযুক্ত করা হবে। জাপান ও বাংলাদেশের বিশেষজ্ঞ কর্মকর্তারা এসব কাজ সম্পন্ন করবেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এক-দুটি সিনেমায় কাজ করেই তারা ঠিকই সুযোগটি লুফে নিচ্ছে’
বিএনপির আরও ৬১ নেতা বহিষ্কার
বহিষ্কারের পর বিএনপির প্রার্থী আরও বেড়েছে 
চলতি মাসে আরও তাপপ্রবাহের আশঙ্কা
X
Fresh