• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজে স্বস্তি, দাম বেড়েছে ব্রয়লার মুরগির ও ডিমের

আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৩:৫৯
ব্রয়লার মুরগি

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর সকল বাজারে চাল, ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৫০ টাকা। চালের দাম কেজি প্রতি বেড়েছে ২/৩ টাকা। মুরগির ডিম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে হয়েছে ১১০ টাকা। পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিছুটা অপরিবর্তিত রয়েছে।

রাজধানীর কল্যাণপুর, মোহামম্দপুর, শুক্রাবাদ, ফকিরাপুল, যাত্রাবাড়ী, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। অথচ গত সপ্তাহেই এর কেজি প্রতি বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এদিকে কারওয়ান বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজি দরে।

শুক্রাবাদ কাঁচা বাজারের এক মুরগি ব্যবসায়ী বলেন, ব্রয়লার মুরগি ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছি আমরা। গত সপ্তাহের থেকে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সোনালী (কক) মুরগি কেজি প্রতি ১৫-২০ টাকা কমে এখন ২২০-২৩০ টাকা কেজি বিক্রি করছি।

যাত্রাবাড়ী এলাকায় ডিম বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ধরে ডিমের দাম বাড়তি রয়েছে। বর্তমানে ১১০টাকা ডজন বিক্রি করা হচ্ছে ডিম। হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা করে।

বাজারগুলোয় দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৫৩ টাকায় বিক্রি হচ্ছে এবং ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭২৮ টাকা। তবে মোহাম্মদপুর ও কারওয়ান বাজারে দেখা গেছে সয়াবিন এক লিটারের বোতল ১৫০ টাকা, দুই লিটারের বোতল ২৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭১০ টাকা থেকে ৭২০ টাকা।

পেঁয়াজের দাম গত সপ্তাহের থেকে এখন ৫ টাকা কমে ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মোটা চাল ৪৫ টাকা থেকে ৪৭/৪৮ টাকা, মিনিকেট ৬৪ টাকা থেকে ৬৬ টাকা, বিআর আটাশ ৫০ টাকা থেকে ৫২/৫৩ এবং নাজিরশাইল চাল ৬৭ টাকা থেকে ৭০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বাজারগুলোয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
কেজিতে ৪০ টাকা বাড়ল ব্রয়লার মুরগির দাম
ঈদের পর কারওয়ান বাজার স্থানান্তর কাজ শুরু হবে
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
X
Fresh