• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এটি দুর্বল অনুমিত বাজেট: সিপিডি

আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ২১:৩৩
It will challenge weak budget estimates, implementation constraints: CPD
ফাইল ছবি

জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেট সংক্রান্তে মন্তব্য প্রকাশ করে সংস্থাটি বলেছে, ‘কোভিডকালীন এই বাজেট দুর্বল অনুমিত এবং বাস্তবায়নের সীমাবদ্ধতা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

বৃহস্পতিবার (৩ জুন) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে যদি আমরা কোভিডের বাজেট ধরি, একদিকে কোভিডকে মোকাবিলা করা, অন্যদিকে কোভিড থেকে ফিরে অর্থনীতিকে পুরুদ্ধার করার জন্য যে বাজেটটি প্রয়োজন ছিল, সেটি প্রস্তাবিত বাজেটে লক্ষ্য করিনি।’

তিনি বলেন, ‘এই বাজেট কিন্তু ১ বছরের বাজেট নয়, এটা আগামী কয়েক বছরে স্বাস্থ্যখাত কেমন হবে, শিক্ষা খাত কেমন হবে, সামজিক খাতগুলো কেমন হবে, এবং অন্যান্য ক্ষেত্রে সরকারি ব্যায় কাঠামো কেমন হবে, সেগুলোর একটা পরিস্কার দিকনির্দেশনা থাকা উচিত ছিল। আমাদের অন্যান্য পরিকল্পনা, যেমন অষ্টম-পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে এই বাজেট প্রণয়ন করা উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে যদি আমরা বলি, আমাদের কাছে মনে হয়েছে যে, এই বাজেট আসলে দুর্বল অনুমিত এবং বাস্তবায়নের সীমাবদ্ধতা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে : সিপিডি
রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা : সিপিডি
ব্যবসায় বড় বাধা দুর্নীতি: সিপিডি
X
Fresh