• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৫:২২
21 deaths in the last 24 hours in Corona, 1837 identified
করোনা পরীক্ষা

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৭ জন। এছাড়া আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮১ জনে।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৫১৪৬ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও নারী সাত জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের চার জন, রাজশাহী বিভাগের তিন জন ও বরিশাল বিভাগের একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন ও বাড়িতে মারা গেছেন একজন।

আরও পড়ুনঃ

সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

র‌্যাবের জালে আটক ভুয়া সাংবাদিক লিটন শিকদার

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১০ বছরের নিচে এক জন রয়েছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
X
Fresh