• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ১৩:৫৬
Human chain, demanding arrest, rtv news
ঝিনাইদহে সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেপ্তারের দাবিতে মানবববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কালীগঞ্জের নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হন।

আজ সকাল ৯টায় কালীগঞ্জ পৌরসভার পাইকারি কাঁচা তরকারি হাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য দেন, প্রত্যাশা ২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বশির আহমেদ চন্দন ও কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জানান, গেলো তিন মাসে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৫ জন কৃষকের লাউ, কাঁচাকলা, পুঁইশাক, কাঁচা মরিচের ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আধাঁরে এগুলো ঘটানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় কৃষকের অনেক টাকার ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত নষ্টকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh