• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিকদার গ্রুপের দুই ভাইকে ১০ হাজার পিস পিপিই জরিমানা

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২০, ১৫:১০
ppe, business, law,
ফাইল ছবি

সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে ১০ হাজার পিস পিপিই জরিমানা করেছেন হাইকোর্ট। বিদেশে বসে বেআইনি জামিন আবেদনের মাধ্যমে আদালতের সময় নষ্ট করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।

আজ সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে তারা দুই ভাই হত্যাচেষ্টা মামলায় আদালতের সামনে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি আত্মসমর্পণ করেন।

আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার পিপিই জমা দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এক্সিম ব্যাংকের এমডিকে ডেকে নিয়ে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি হন এই দুই ভাই। মামলা হওয়ার এক সপ্তাহ পর তারা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেশ ত্যাগ করেন। মামলার আসামি দুই ভাই এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করেন।

আদালত সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের আগাম জামিনের আবেদনটি গত ২ জুলাই ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হয়।

আদালতে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
কলেজ শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
তরকারি আনতে দেরি হওয়ায় মাকে গলা কেটে হত্যাচেষ্টা
হত্যাচেষ্টা মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে
X
Fresh