• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২০, ১৫:৪০
health, corona, covid, hospital,
ফাইল ছবি

রোগীর চিকিৎসা না করে ফেরত পাঠানোর বিষয়ে কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, তার সঙ্গে ছিলেন জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ ছাড়া আদালত আরও বেশকিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো- চিকিৎসা না দিয়ে রোগী ফেরত দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণের পদ্ধতি চালু করতে নির্দেশ।

বেসরকারি হাসপাতালে আইসিইউর অস্বাভাবিক মূল্যের বিষয়ে অভিযোগ পেলে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছেন আদালত।

ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের করোনা থাকলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ।

আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ঠিক করেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা মানা হবে না: হাইকোর্ট
X
Fresh