• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ঘুষের মামলায় বাছির-মিজানের বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০২০, ১৫:৩৮
ঘুষ বাছির-মিজান মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির ও পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির মামলায় অভিযোগ গঠনের মাধ্যিমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার চতুর্থ বিশেষ জজ শেখ নাজমুল আলম বুধবার (১৮ মার্চ) দুপুরে এই আদেশ দেন। আদালত এই মামলায় সাক্ষ্যরগ্রহণের জন্যব আগামী ২৩ মার্চ দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং আসামিপক্ষে সৈয়দ রেজাউর রহমান ও এহসানুল হক সমাজী শুনানি করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, তাদের মধ্যে ঘুষ লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মামলায় ১৭ জন সাক্ষী আছেন, যার মধ্যে তিনজন প্রত্যজক্ষদর্শী। তাছাড়া আলামত হিসেবে তাদের মধ্য১কার মোবাইল ফোনের কল রেকর্ড আছে। আমরা বিষয়গুলো আদালতকে বলেছি। সবকিছু শুনে আদালত মামলাটি বিচার শুরুর আদেশ দিয়েছেন।

গত ৪ মার্চ এই মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। তিন কার্যদিবস শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দিলেন। এ সময় বাছির ও মিজান আদালতে উপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ৬ জনকে আসামি করে মামলা
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
ফের পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
X
Fresh