• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

কোন প্রক্রিয়ায় জি কে শামীমের জামিন, খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০২০, ১৫:২৪
কোন প্রক্রিয়ায় জি কে শামীমের জামিন, খতিয়ে দেখা হবে আইনমন্ত্রী
ফাইল ছবি

কোন প্রক্রিয়ায় গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন দেয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইজ অব ডুয়িং বিজনেস শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জি কে শামীমের জামিনের বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, তিনি এই বিষয়টি জানতেন না। এছাড়া সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খানও জানিয়েছেন, তিনিও জানতেন না।

অস্ত্র আইনের ধারা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় আসামির জামিনের ক্ষেত্রে উভয়পক্ষের আইনজীবীদের শুনানিতে উপস্থিত থাকতে হবে। এটি আইনেই আছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ যদি উপস্থিত না থাকে তাহলে কোন প্রক্রিয়ায় জি কে শামীমের জামিন হলো তা খতিয়ে দেখব। এভাবে জামিন সত্যি দুঃখজনক।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আদালতে যদি রাষ্ট্রপক্ষ উপস্থিত থাকে তাহলে কেন তারা বিরোধিতা করেনি সেটিও খতিয়ে দেখা হবে। এটি রাষ্ট্রপক্ষের ব্যর্থতা কি না তা তদন্ত করে দেখা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস আইনমন্ত্রীর
বাড়ি ভাড়া সংক্রান্ত আইন নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh