• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাগর-রুনি হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে র‌্যাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০২০, ১৯:২৫
সাগর-রুনি হত্যাকাণ্ডে দু’জন অপরিচিত ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে র‌্যাব
সাগর-রুনি ।। ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে র‌্যাব।

আজ সোমবার (২ মার্চ) বিকেলে দাখিল করা প্রতিবেদনে র‌্যাব জানিয়েছে, সাগর-রুনিকে হত্যায় দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাদর ও রুনির টিশার্টে এ দুই পুরুষের ডিএনএ মিলেছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।ওই ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক এসআই। পরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা ডিবি’র কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গত সাত বছরেও মামলার তদন্তে অগ্রগতির কোনও তথ্য পাওয়া যায়নি। এই দীর্ঘ সময়ের মধ্যে শুধু ডিএনএ টেস্টের উপর ঘুরপাক খাচ্ছে, মামলার তদন্ত। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা বদলেছে সাতবার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০৭ বার পেছাল মামলার প্রতিবেদন
সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে রাফির ‘অমীমাংসিত’ মুক্তি অনিশ্চিত
১০৬ বার পেছাল মামলার প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’!
X
Fresh