• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সোমবার আদালতে যাবেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ০৯:৪৬

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আজ সোমবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সোমবার সকাল ১১টার দিকে বিশেষ আদালতে তিনি উপস্থিত হবেন।

এদিন ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে।

গেলো বৃহস্পতিবার এ মামলায় দু’আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ শুনানি করে নিজেদের নির্দোষ দাবি করেন।

অপরদিকে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং বেগম খালেদা জিয়া যদি সোমবার আদালতে হাজির না হয় তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেন।

ওই দিন খালেদা জিয়া ও তারেক রহমানের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য থাকলেও তারা আদালতে হাজির হননি। তাদের পক্ষে সময়ের আবেদন করেন আব্দুর রেজ্জাক খান ও সানাউল্লাহ মিয়া। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেন। তারেক রহমানের আবেদনটি নামঞ্জুর করে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh