• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মধ্যপ্রাচ্যের ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে হাইকার্টে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৪
মধ্যপ্রাচ্য ৫ দেশ গৃহকর্মী হাইকার্ট

যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে গৃহকর্মী পাঠানোর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, লেবানন, জর্ডান, সিরিয়া ও ইরাক।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হবে।

কক্সবাজারের রাজিয়া খাতুন নামের এক নারী গত ১২ নভেম্বর এই রিট আবেদন করেন। রাজিয়া বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয় আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের।

একইসঙ্গে রিটে মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়াসহ ৪ দেশে রোজার তারিখ ঘোষণা
গৃহকর্মীর সঙ্গে যা করলেন রজনীকান্ত (ভিডিও)
পুলিশ কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা
১০ তলা থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু
X
Fresh