logo
  • ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ৩ আশ্বিন ১৪২৭

ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ (ভিডিও )

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ০২ জুলাই ২০১৯, ১১:৩০ | আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:১২
সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে শাহবাগ থানার পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত এই আদেশ দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতের নির্দেশে মিজানুর রহমানকে আদালত থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় আনা হয়। পুলিশি পাহারায় গাড়ি থেকে নামিয়ে তাকে থানার ওসির কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেন বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে।

পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আইন-বিচার এর সর্বশেষ
  • আইন-বিচার এর পাঠক প্রিয়