• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ক্ষমা পেলেন গাইবান্ধার ডিসি, এবার এসপিকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৬, ১৫:০০

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে ক্ষমা করলেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ বলার জন্য হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

তবে একই শব্দ ব্যবহারের ফলে এবার গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এসপিকে তলব করেছেন হাইকোর্ট। আসছে ২ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

গাইবান্ধার ডিসিকে ১২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের বাখ্যা দিতে গেলো ৬ ডিসেম্বর বলেন আদালত।

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ৩০ নভেম্বর গাইবান্ধার জেলা প্রশাসকের পক্ষ থেকে হাইকোর্টে একটি প্রতিবেদন দেয়া হয়। প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়, ‘সাঁওতাল ও কিছু বাঙালি দুষ্কৃতকারী চিনিকলে হামলার ঘটনা ঘটিয়েছে।’

এসএস / এম

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh