• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

মামলা তো আমার করার কথা: আসিফ আকবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৮, ১৭:৫১

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গ্রেপ্তার ইস্যু নিয়ে শোবিজ অঙ্গল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। প্রতারণার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন দুপুরে আসিফের মামলার শুনানির সময়ে আদালত আসিফের কাছে বাদীর অভিযোগের বিষয়ে জানতে চান। আসিফ বলেন, ‘তাদের পছন্দমত কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হওয়ায় আমাকে শায়েস্তা করার জন্য এ মিথ্যা মামলা করা হয়েছে। আমার নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে আমার বক্তব্য ছাড়া। প্রথমে তারাই ফেসবুকে আমাকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দিয়েছে। মামলাতো করার কথা আমার।’
--------------------------------------------------------
আরও পড়ুন : সঙ্গীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড ও জামিন নামঞ্জুর
--------------------------------------------------------

এসময় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করার বিষয়ে আসিফ আকবর বলেন, ‘২০০৮ সালে মোবাইল কোম্পানিগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ হই। পরে সরকার ২০১৪ সালে নতুন আইন করে। আগের চুক্তিতে আমরা কেউ লাভবান হইনি।’

আদালতে আসিফের আইনজীবী আসাদুজ্জামান বলেন, ‘ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন গীতিকার, সুরকার তুহিন। তার (তুহিন) অভিযোগ ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন।’

আসিফের আইনজীবী আরও বলেন, ‘কিন্ত সেই ফেসবুক পোস্টে আসিফ কী কূটুক্তি বা মানহানিকর কমেন্ট করেছে তা এজাহারে স্পষ্ট করা হয়নি। তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা চলে না।’

এসময় বিচারকও আইনজীবীর সাথে সহমত পোষণ করেন।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম এফডিসির কাছে তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করে।

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ১৪।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
অবন্তিকার আত্মহত্যা : জবির সাবেক সহকারী প্রক্টরের জামিন নামঞ্জুর
X
Fresh