• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রোজিনা ইসলামের পাসপোর্ট ফেরতের আবেদন নাকচ

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:১২
Rozina Islam's passport return application rejected
সাংবাদিক রোজিনা ইসলাম।। ফাইল ছবি

অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় জামিনে থাকা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাসপোর্ট, ২টি মোবাইল ফোন ও পিআইডি কার্ড ফেরত চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ আদেশ দেন।

এসময় রোজিনার আইনজীবী এহসানুল হক সামাজি শুনানিতে অংশ নেন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদন করেছিলেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

গত ২৩ মে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ।

বিচারক জামিন আদেশে বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় রোজিনার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া, তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচারবিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
৬৯ হাজার রোহিঙ্গাকে দেওয়া পাসপোর্ট নবায়ন করবে সরকার
মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
X
Fresh