logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

করোনায় বিচারক-আইনজীবীদের সাদা শার্ট-শাড়ি পরতে হবে

ফাইল ছবি

দেশজুড়ে করোনা সংক্রমণ, শনাক্ত ও মৃত্যু বেড়েছে। ফলে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে মামলা পরিচালনার সময় বিচারক ও আইনজীবীদের সাদা শার্ট ও সাদা শাড়ি পরিধান করতে হবে। আদালতের প্রচলিত পোশাক কালো কোর্ট ও কালো গাউন পরা যাবে না।

সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার এই তথ্য জানান, সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান।

গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় বিচারকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ ক্ষেত্র মতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

এফএ

RTV Drama
RTVPLUS