• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিনহা হত্যা: তিন আসামিকে আরো রিমান্ডের আবেদন করবে র‌্যাব (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২০, ১৩:২৫

বরখাস্তকৃত ওসি প্রদীপসহ সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামির ৭ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। আদালতে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করবে র‌্যাব।

মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি বরখাস্ত হওয়া টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী ও বরখাস্ত হওয়া এসআই নন্দদুলাল রক্ষিতকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হবে আজ। আদালতে তাদের আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। কক্সবাজারে র‌্যাব-১৫ কার্যালয়ে বেলা ১২টার দিকে ইয়াবা উদ্ধার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন।

সপ্তাহব্যাপী রিমান্ডে বরখাস্ত হওয়া এই ৩ পুলিশ সদস্যকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। আবার কিছু কিছু বিষয় নিয়ে রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান বা এপিবিএনের ৩ সদস্যকেও মুখোমুখি করা হয়েছে এই ৩ পুলিশ সদস্যের সাথে। ঘটনাস্থলে নিয়ে গিয়েও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

রিমান্ডে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আদালত নির্দেশিত ৭ দিনের রিমান্ড আজ শেষ হচ্ছে সিনহা হত্যা মামলার প্রধান এই ৩ আসামির। নিয়মানুযায়ী তাদের আজ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে হাজির করা হবে। অপরদিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আরও ৭ দিনের রিমান্ড আবেদন জানাবে বলে জানিয়েছে র‌্যাব।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য গত ১৮ জুলাই কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাব হেফাজতে রিমান্ডে নিয়ে গিয়েছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ড শেষে কাচ্চি ভাইয়ের মালিক কারাগারে
রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার
মিল্টনের রিমান্ড শেষ, পাঠানো হবে আদালতে
মানবপাচার মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার
X
Fresh