• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

নির্মাণশ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৬

যাত্রাবাড়ীর পূর্ব দোলাইপাড়ে র‌্যাবের অভিযানে আটক জেএমবি’র আইটি প্রধানসহ আটক জঙ্গিরা নির্মাণশ্রমিক পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল। বললেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুফতি মাহমুদ বলেন, ২৩ জানুয়ারি ২ ব্যক্তি নির্মাণশ্রমিক পরিচয়ে শাইলু বেগমের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেয়। ১ ফেব্রুয়ারি তাদের পরিবার নিয়ে আসার কথা ছিল। র‍্যাবের কাছে গোপন সংবাদ ছিল দোলাইপাড়ের ওই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০’র একটি দল ভোররাত ৪টা থেকে বাড়িটিতে অভিযান চালায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে। এ সময় জেএমবির আইটি প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ৪ জঙ্গিকে বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh