• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

নিহত ৩ জঙ্গির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
  ২৭ জুলাই ২০১৬, ১৪:৩০

রাজধানীর কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে তিনজনের প্রাথমিক পরিচয় মিলেছে। তারা হলেন- হাসান জুবায়ের, সাব্বিরুল হক ও সেজাত রউফ।

স্থানীয় পুলিশের তথ্য মতে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র এ কথা জানিয়েছে।

নিহতদের মধ্যে আজিজুল হক চৌধুরীর ছেলে সাব্বিরুল হক কনিককে শনাক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। প্রকাশিত ছবির তৃতীয় সারির মাঝখানের ব্যক্তিকেই সাব্বির হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুংছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এদের মাধ্যে নিহত জুবায়েরের বাড়ি নোয়াখালীর পশ্চিম মাইজদি এলাকায়। তার বাবা আব্দুল কাইয়ুম। নিহত জঙ্গি জুবায়েরের বাবা জানান, ‘ঢাকায় গিয়ে আমি আমার ছেলের পরিচয় শনাক্ত করবো। তারপর সঠিকভাবে বলতে পারবো, সে আমার ছেলে কিনা।’

আর সেজাত রউফের বাড়ি রাজধানীর বারিধারা এলাকায়। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম তৌহিদ রউফ। নিহত রউফও নিখোঁজ ছিলেন। ভাটারা থানায় নিখোঁজের একটি জিডিও করে তার পরিবার। জিডির নম্বর-৩৯২।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা নোয়াখালী ও চট্টগ্রামের স্থানীয় পুলিশের কাছে শুনেছি। তাদের পরিবার দাবি করেছে নিহত দু’জন তাদের সন্তান। এজন্য তাদের বাবা-মাকে ঢাকায় আসতে বলা হয়েছে। জঙ্গিদের স্বজনরা আসলেই তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh