• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

নব্য জেএমবির মূল অর্থদাতা নিহত

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০১৬, ২৩:৫৭

সাভারের আশুলিয়ায় আটক নব্য জেএমবির মূল অর্থ যোগানদাতা আব্দুর রহমান মারা গেছেন। সাভারের এনাম মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার বসুন্ধরা মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাবের অভিযানের মুখে পঞ্চম তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হন তিনি। পরে তাকে এনাম মেডিক্যালে ভর্তি করা হয়।

এদিকে, ওই ফ্ল্যাট থেকে ৩০ লাখ টাকা, একটি পিস্তল, গোলাবারুদ, মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য সামগ্রী জব্দ করা হয়। ওই ফ্ল্যাটে জঙ্গির স্ত্রী ও তিন সন্তান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সাভার থানা-পুলিশ।

র‍্যাব সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ছ’টার দিকে গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। শুরুতেই তারেক নামে একজনকে আটক করা হয়। তারেক বাড়ির মালিকের শ্যালক এবং বাড়িটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন। এরপর র‍্যাব পঞ্চমতলার ফ্ল্যাটে অভিযান শুরু করলে আব্দুর রহমান লাফিয়ে নিচে পড়েন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh