• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রাবি শিক্ষকের মৃত্যু বিষপানে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের সুরতহাল সম্পন্ন হয়েছে।

শনিবার তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশ সুরতহাল রিপোর্ট করেন।

তাদের ধারণা বিষাক্ত দ্রব্য পান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্ত ও পরে ভিসেরা রিপোর্টের পরই বিষয়টি আরো পরিষ্কার হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জানিয়েছে, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকতার জাহান জলিকে মৃত অবস্থায় উদ্ধারের পর তার কক্ষ থেকে সুইসাইড নোট পাওয়া যায়। সুইসাইড নোটে তিনি লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক ও মানিসক চাপের কারণে আমি আত্মহত্যা করলাম। সোয়াদকে যেন তার বাবার কাছে না রাখা হয়। যে বাবা তার ছেলের গলায় ছুরি ধরতে পারে, সে তাকে মারতে বা মরতে বাধ্য করতেও পারে।’

আরএইচ/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh