• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু অভিযোগ

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ০৯:১৪
Hazaribagh police have arrested a young man in custody
মারা যাওয়া মিজানুর রহমান।। ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাসুম গণমাধ্যমকে জানান, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। অস্বাভাবিকভাবে ঘামতে থাকে তার শরীর। পরে থানা ফটক থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ বলছে, তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মৃতের স্বজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বারবার মোবাইল ফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গসূত্রে জানা গেছে, মৃতের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নদীতে ডুবে যুবকের মৃত্যু
সালমানের বাড়িতে হামলাকারীর মৃত্যু পুলিশ হেফাজতে, পরিবারের দাবি হত্যা
X
Fresh