• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

রোগী সেজে সোনা পাচার

অনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট ২০১৬, ১০:১০

হুইল চেয়ারে রোগী সেজে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক ব্যক্তির নাম আতাউল আজিব।

বুধবার রাতে শাহ্জালাল বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব সোনা আটক করা হয়।

এসময় আজিবের কোমরে বাঁধা বেল্ট থেকে উদ্ধার করা হয় ২৩ কেজি স্বর্ণের বার। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১১ কোটি টাকা।

শুল্ক কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখা হয়। নজরদারিতে আজিবকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। কর্মকর্তারা তার কথা আমলে না নিয়ে শরীরে তল্লাশি চালালে স্বর্ণের বারগুলোর সন্ধান পান।

শুল্ক কর্তৃপক্ষ গেল এক বছরে প্রায় ৭’শ কেজি স্বর্ণ জব্দ করেছে বলেও জানায়।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh