• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

দীপঙ্কর হত্যার দায় স্বীকার জঙ্গি রাজীব গান্ধীর

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০১৭, ১৪:০১

সাংবাদিক দীপঙ্কর হত্যার দায় স্বীকার করলেন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি রাজীব গান্ধী ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে বগুড়া শহরের এক আস্তানায় আশ্রয় নেন। সেখানে জেএমবির অপারেশন কমান্ডার আবদুল আউয়ালের নেতৃত্বে দীপঙ্কর হত্যার বৈঠক হয়। তাকে (রাজীব) মানুষের গতিবিধি লক্ষ্য রাখার দায়িত্ব দেয়া হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী দীপঙ্করের ওপর হামলা করা হয়।

পুলিশের দাবি, তিনি হত্যার মূল পরিকল্পনাকারী ও গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী।

এ বছরের ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করা হয়। একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন রাজীব গান্ধী।

দু’টি জঙ্গি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ দফায় ২৮ দিন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ৬ মার্চ বগুড়ার বিচারিক হাকিম আদালত আহসান হাবীবের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০০৪ সালের ৩ অক্টোবর রাতে বাড়ি ফেরার সময় বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় তার ছেলে পার্থ সারথি চক্রবর্তী বাদি হয়ে শেরপুর থানায় মামলা করেন।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh