• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা, কারওয়ান বাজারে অভিযান (ভিডিও)

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৫

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান পরিচালনা করছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয় সকাল ৮টায়।

সারওয়ার আলম জানান, মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযানে নেমেছি। মাছের শরীরে বিভিন্ন রং ব্যবহার করারও অভিযোগ আছে।

তিনি আরো বলেন, কারওয়ান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে। অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রি করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ জন মাছ ব্যবসায়ীকে এক থেকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভেজাল বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে বলেও জানান ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

আরও পড়ুন: করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ছাড়ালো

এসজে/এম

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh