spark
logo
  • ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৭ জন, আক্রান্ত ২৬৬৬ জন, সুস্থ হয়েছেন ৫৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

একদিনে মৃত ২৩ জনের ১৯ জনই পুরুষ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৯ মে ২০২০, ১৫:৪১ | আপডেট : ২৯ মে ২০২০, ১৫:৫০
Coronavirus, infected, dead, healthy, Bangladesh
প্রতীকী ছবি।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। দেশে হু হু করে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৩ জন। মৃত ২৩ জনের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৪ জন। মৃতের হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃতদের মধ্যে পঞ্চাশের বেশি বয়স্ক আছেন ১৪ জন। এখন পর্যন্ত মোট মৃত ৫৮২ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১০ জন, চট্টগ্রামে ৯ জন, রংপুরে ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন।   

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে নতুন করে আক্রান্ত  হয়েছেন আরও ২ হাজার ৫২৩ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪  জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯০, মোট সুস্থ ৯ হাজার ১৫ জন। সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮৩৭৯৫ ৯৩৬১৪ ২৩৫২
বিশ্ব ১২৮৫৯০৩০ ৭৪৯৩৭৭৪ ৫৬৭৯৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়