• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ জনের মৃত্যু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০২০, ২৩:০৭
গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে লাগা আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালের বাইরের দিকে করোনা রোগীদের জন্য যে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আগুন লাগে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাইলে আগুনে পুড়লো ১১ দোকান
সেন্সর ছাড়পত্র না দিলে গায়ে আগুন দেওয়ার হুমকি পরিচালকের
ফাইনালে উঠতে রিয়াল-বায়ার্নের আগুনে লড়াই
আবাসিক হোটেলে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু
X
Fresh