• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঢাকা ছেড়েছে মালদ্বীপের ৭১ নাগরিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০২০, ১৯:৪৫
ঢাকা ছেড়েছে মালদ্বীপের ৭১ নাগরিক
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে আটকা পড়া মালদ্বীপের ৭১ নাগরিকসহ দেশটিতে সংক্রমিত বাংলাদেশিদের চিকিৎসা দেয়ার জন্য সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের মেডিকেল টিম নিয়ে ঢাকা ত্যাগ করেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি মালদ্বীপের ৭১ নাগরিককে নিয়ে ঢাকা ত্যাগ করে।

বিমান বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশনস) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশ শান শাকির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

১৫ জন বিএএফ এয়ার ক্রু নিয়ে গঠিত মিশনের নেতৃত্বে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নুর ইসলাম জানান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে তাদের ঢাকা থেকে মালদ্বীপ পৌঁছে দেয়া হয়।

বিএএফের পরিবহন বিমান ও হেলিকপ্টারে করে মালদ্বীপের বাসিন্দারা চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে ঢাকায় একত্রিত হন।

এছাড়াও মিশনে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় সহায়তা করতে সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম রয়েছে। খবর ইউএনবির।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh