• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢামেকের আইসোলেশনে দুজনের মৃত্যু করোনাভাইরাসে নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০২০, ১৫:২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া দুইজনের পরীক্ষার রিপোর্ট করোনাভাইরাস নেগেটিভ এসেছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢামেক নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল হোসেন জানান, মৃত দুইজনের রক্তের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা করানোভাইরাসে মারা যাননি। মর্গ থেকে স্বজনদের কাছে তাদের মরদেহ স্বাভাবিক নিয়মে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হন। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh